জামালপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জামালপুর সদরে এইচবিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার হাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর-৫ সদর আসনের মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী।
জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বাবুর সভাপতিত্বে ও টুর্নামেন্ট কমিটির সদস্য এস এম ইকরাম উদ-দৌলা তাপসের সঞ্চালনায় খেলার উদ্বোধনী বক্তব্য দেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।
(ঢাকাটাইমস/২৯ সেপ্টেম্বর/ইএইচ)

মন্তব্য করুন