‘বিএনপি ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে পাঁচ দিনেও খবর নাই’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ২১:২৮

বিএনপি ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে পাঁচ দিনেও খবর নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বলেন, ‘যারা ১৫ বছরে আন্দোলন করে কিছু করতে পারেনি, তারা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে কিছুই করতে পারবে না।’

শুক্রবার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপি ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ৫দিনেও খবর নেই। যারা ১৫ বছরে আন্দোলন করে কিছু করতে পারেনি, তারা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে কিছুই করতে পারবে না। বিএনপি বলছে আগামী এক মাসে নাকি তত্ত্বাবধায়ক নিয়ে আসবে। বিএনপির যে দাবি তত্ত্বাবধায়ক সরকার তা আর কোনো দিন আসবে না।

তিনি বলেন, শেখ হাসিনা থাকলে বাংলাদেশ নিরাপদে থাকে। শেখ হাসিনা ভালো থাকলে আমরা ভালো থাকি। দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি, নেত্রী আপসহীন নেতৃত্বের কারণে।

প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বাংলাদেশ আফগানিস্তান বা পাকিস্তান না। আফগানিস্তানে বার বার পুতুল সরকার বসানো সম্ভব। পাকিস্তানেও আপনাদের ইচ্ছার প্রতিফলন সম্ভব। এটা বাংলাদেশে সম্ভব নয়। এখানে দেশের জনগণ যেটা চাইবে, সেটাই হবে।

তিনি বলেন, সব দিক থেকে বাংলাদেশ এখন এগিয়ে গেছে। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে আবারও সরকার গঠনের জন্য কাজ করতে হবে।

সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন,দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কর্নেল (অব.) ফারুক খান, ড. আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, ইঞ্জি. মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।।এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা সভায় উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/জেএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :