প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত চেয়ে তিন সাংবাদিকের রিট

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪৪

ঢাকার ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত চেয়ে আদালতে রিট করেছেন স্থানীয় তিন সাংবাদিক।

বুধবার ঢাকাস্থ ধামরাই সহকারী ১০ম জজ আদালতে এ রিট করা হয়। রিটকারী সাংবাদিকরা হলেন- দৈনিক যুগান্তরের শামীম খান, দৈনিক করতোয়ার শাহীন আলম ও এশিয়ান এইজের রাজেনুর রহমান রাজীব। তারা তিনজনই ধামরাই প্রতিনিধি হিসেবে কর্মরত।

শামীম খান ধামরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বহিস্কৃত সদস্য। বাকি দুইজনও প্রেস ক্লাবের সদস্য ছিলেন।

রিটে প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু হাসান, প্রধান নির্বচন কমিশনার মো. খলিলুর রহমান মুখর, সহযোগী নির্বাচন কমিশনার মো. মিজানুর রহমান মিজান ও মো. মাহমুদ ইকবালসহ চারজনের বিরুদ্ধে বৈধতা চ্যালেঞ্জ করে এ রিট পিটিশন দায়ের করা হয়।

আদালত ওই চারজনকে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন।

রিটকারী আইনজীবীরা জানান, সম্পূর্ণ অগঠনতান্ত্রিক উপায়ে ও প্রতিহিংসাবশত ভুক্তভোগীদের সদস্যপদ বাতিল করে অন্যায় করা হয়েছে। এজন্য বিচার চাওয়া হয়েছে।

আদালতের নেজরত খানার নোটিশ জারিকারক মো. শফিউদ্দিন বলেন, বিবাদীদের কাছে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৯ সেপ্টেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :