মা-বাবার সঙ্গে ভ্রমণে গিয়ে নৌকাডুবি, দুই ভাইয়ের মৃত্যু

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২৬| আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪৪
অ- অ+
দুই ভাই সাদমান আব্দুল্লাহ ও আব্দুর রহমান।

নাটোরের নলডাঙ্গার হালতি বিলে বাবা-মায়ের সঙ্গে নৌকা ভ্রমণে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে পানিতে ছিটকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দুজন আপন ভাই। গতকাল শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

শিশু দুজন হলো সাদমান আব্দুল্লাহ (১১) ও আব্দুর রহমান (৯)। তারা উপজেলার আড়বাব ইউনিয়নের আড়বাব গ্রামের মো. আরিফ হোসেনের ছেলে। শনিবার সকালে জানাজা শেষে উপজেলার আড়বাব কেন্দ্রীয় কবরস্থানে তাদের লাশ দাফন করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

দুই শিশুর বাবা আরিফ হোসেন বলেন, শুক্রবার তার মা, স্ত্রী ও তার দুই ছেলে আব্দুর রহমান ও সাদমান আব্দুল্লাহকে নিয়ে নলডাঙ্গার এক ব্যবসায়ীর বাড়ি বেড়াতে যান। বিকালে সবাই মিলে হালতি বিলে নৌকা ভাড়া নিয়ে ভ্রমণে বের হন। এ সময় তারের খুঁটিতে ধাক্কা লেগে নৌকাডুবিতে তারা সবাই বেঁচে গেলেও পানিতে ডুবে দুই সন্তান মারা যায়।

নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ মেহেরুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দুই শিশুকে উদ্ধার করে। পরে তাদের নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা