আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আগামীতেও থাকবে: সেলিম মাহমুদ

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, দেশের জনগণের ভালোবাসা নিয়ে বিগত ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আগামীতেও থাকবে। নেতা-কর্মীদের মনোবল হারানো যাবে না বরং আমাদের আত্মবিশ্বাস থাকতে হবে আকাশচুম্বী।
তিনি বলেন, আমাদের প্রত্যেক কর্মীকে আত্মবিশ্বাসী হয়ে উঠতে হবে। ভিসানীতি, এই নীতি সেই নীতি দিয়ে এবং কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে নির্বাচন হবে জনগণের ইচ্ছায়। এদেশের অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনের পক্ষে। বিদেশিদের কথায় কিংবা ষড়যন্ত্রে কোনো লাভ হবে না এটি পরিষ্কার।
শনিবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মিসভায় এসব কথা বলেন ড. সেলিম মাহমুদ।
আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বলেন, আমরা একা নই, আমাদের সঙ্গে বন্ধু রাষ্ট্র রয়েছে। আমাদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহর রহমতে এদেশের মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় আছি। আমাদের পায়ের নীচে মাটি আছে, হাত-পায়ে ও কণ্ঠে শক্তি আছে। আগামী নির্বাচনে এ দেশের জনগণ ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে নির্বাচিত করবে। একই সঙ্গে আমাদের যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের একটি মৌলিক পার্থক্য আছে। পার্থক্য এই-আওয়ামী লীগ সেই রাজনৈতিক দল যে বাংলাদেশ সৃষ্টি করেছে। কারণ আওয়ামী লীগের নেতা এবং আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু এই বাংলাদেশের স্রষ্টা এবং প্রতিষ্ঠাতা। ব্যক্তি হিসেবে জাতির পিতা ও দল হিসেবে আওয়ামী লীগ দেশের প্রতিষ্ঠাতা। এটাই হচ্ছে মৌলিক পার্থক্য।
সেলিম মাহমুদ বলেন, আমরা অন্যের অধিকার প্রতিষ্ঠায় নিজেরা ত্যাগ করি। আজকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। তবে এই ষড়যন্ত্র নতুন নয়। ২০১২-১৩ সাল থেকে শুরু হওয়া সিরিজ ষড়যন্ত্রের একটি অধ্যায় এখন চলছে। এই ধরনের প্রত্যেকটি ষড়যন্ত্র জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা নস্যাৎ করেছেন। আজকে শেখ হাসিনা শুধুমাত্র বাংলাদেশের নেতা নন। তিনি একুশ শতকের বিশ্ব নেতা। তিনি বিশ্ব রাষ্ট্র নায়ক।
পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ।
আরো বক্তব্য দেন, কচুয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, শাহবাগ থানা আওয়ামী লীগ সভাপতি জিএম আতিক প্রমুখ।
(ঢাকাটাইমস/৩০ সেপ্টেম্বর/এইচ)
সংবাদটি শেয়ার করুন
সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সারাদেশ এর সর্বশেষ

ট্রাক চাপায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

পিরোজপুরে বিসিএসে সুপারিশপ্রাপ্ত তিন জনকে সম্মাননা

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দরপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগ

সম্পদ বেড়েছে শিক্ষামন্ত্রীর

নরসিংদীতে ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট উদ্বোধন

সড়ক দুর্ঘটনায় নিহত রুবেলের বাড়িতে শোকের মাতম

ডামুড্যায় উপজেলা শিল্পকলা একাডেমি উদ্বোধন

ভোলায় পৌনে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

ঝালকাঠিতে মাহিন্দ্রায় বাসের ধাক্কা, প্রাণ গেল ৩ জনের
