নেতাকর্মীদের গ্রেপ্তারে জামায়াতের নিন্দা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৩, ২১:১৫

জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। রবিবার এক বিবৃতিতে জামায়াত আমির ‘পুলিশের অন্যায় গ্রেপ্তার, অসৌজন্যমূলক আচরণ এবং বাড়াবাড়ির’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মুজিবুর রহমান বলেন, ১ অক্টোবর সকালে রাজধানী ঢাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, অবিলম্বে অবৈধ সরকারের পদত্যাগ এবং কেয়ারটেকার সরকারের দাবিতে এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল শেষে বাসায় ফেরার পথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাস্তা থেকে এবং বাস থেকে নামিয়ে সাধারণ পথচারী, শ্রমিক ও বৃদ্ধসহ ১১ জন মানুষকে অন্যায়ভাবে আটক করে নিয়ে যায়।

৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন স্থান থেকে ১০ জনকে গ্রেপ্তার করেছে এবং তাদের ওপর শারীরিক নির্যাতন চালিয়েছে। যে সমস্ত পুলিশ কর্মকর্তা জামায়াতের শান্তিপ্রিয় নেতাকর্মীদেরকে অন্যায়ভাবে নির্যাতন চালিয়েছে, তাদেরকে জনতার আদালতে জবাবদিহি করতে হবে। ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে ডিবি পুলিশ নরসিংদী শহরের বিভিন্ন বাসা বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তারা বাসা-বাড়ির লোকজনের সাথে অসৌজন্যমূলক আচরণ করে ও ভয়ভীতি প্রদর্শন করে। নরসিংদী শহর জামায়াতের সাবেক আমীর বয়োবৃদ্ধ জামায়াত নেতা ও বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মানিক (৭৪) কে ডিবি পুলিশ উদ্দেশ্যমূলকভাবে গ্রেফতার করেছে।

জামায়াত নেতা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় নাগরিকগণ নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে সরকারের গঠনমূলক সমালোচনা করবে এটাই স্বাভাবিক। তাছাড়া মিটিং-মিছিল করা যে কোনো বৈধ রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার। এ অধিকার থেকে বঞ্চিত করার এখতিয়ার কারো নেই। আওয়ামী সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। বর্তমান ফ্যাসিস্ট সরকার নাগরিকদের ওপর নির্যাতনের স্টিমরোলার চালিয়ে প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়। এই ফ্যাসিস্ট সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। দেশের জনগণ আজ জেগে উঠেছে। জনতার আন্দোলনের কাছে নতি শিকার করে এ সরকারকে বিদায় নিতে হবে, ইনশাআল্লাহ।

মুজিবুর রহমান বলেন, সরকার আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য বিরোধী মতের লোকজনকে গণহারে গ্রফতার এবং দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে। সরকারের সকল অগণতান্ত্রিক ও স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার জন্য আমি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

অবিলম্বে গ্রেপ্তার ও হয়রানি বন্ধ করে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকারের দাবি মেনে নিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের এই শীর্ষনেতা।

(ঢাকাটাইমস/০১অক্টোবর/জেবি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

রাষ্ট্রকে নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ করছিল শেখ হাসিনা: নয়ন

মানুষের ভাগ্যের পরিবর্তনকেই সংস্কার মনে করে বিএনপি: তারেক রহমান

জনগণের দ্বারা নির্বাচিত সরকারই শ্রেষ্ঠ সরকার: মির্জা ফখরুল

ছলচাতুরি রেখে অবিলম্বে নির্বাচন দেওয়ার আহ্বান মির্জা আব্বাসের

সময় নেন তবে ফখরুদ্দিন-মঈনের মতো যেন না হয়: অন্তর্বর্তী সরকারকে ফারুক

স্বৈরশাসকের পতন হলেও বিএনপিকে ঠেকাতে ষড়যন্ত্রকারীরা তৎপর: জুয়েল

‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ বিএনপির সঙ্গে কাজ করতে প্রস্তুত আ.লীগ: হাছান মাহমুদ

জিয়াউর রহমানকে যে মানে না সে ফ্যাসিবাদের দালাল: দুদু

ফ্যাসিবাদের নেতাকর্মী এখনো বিভিন্ন সুযোগের অপেক্ষায় আছে: আলাল

গণহত্যা ও গণতন্ত্র ধ্বংসের দায়ে শেখ হাসিনার বিচার করতে হবে: নয়ন

এই বিভাগের সব খবর

শিরোনাম :