গভীর রাতে গাজীপুরে ইউনিম্যাক্স টেক্সটাইল গুদামে ভয়াবহ আগুন

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৩, ০৮:৩৪| আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১০:৫৪
অ- অ+
গাজীপুরের শরীফপুর এলাকায় ইউনিম্যাক্স টেক্সটাইল কারখানার গুদামের আগুন দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে।

গাজীপুর সিটি করপোরেশনের শরীফপুর এলাকায় ইউনিম্যাক্স টেক্সটাইল কারখানার গুদাম ও বাসা বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে গোডাউনের মালামাল ও ১৫টি বসত ঘর।

রবিবার দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, রাত ৩টার দিকে বাসন থানার শরীফপুর এলাকায় বাসা বাড়িতে আগুন লাগে। মুহূর্তে আগুন আশপাশের কক্ষে ছড়িয়ে পড়ে। এতে পাশের ইউনিম্যাক্স টেক্সটাইল লিমিটেড কারখানার গুদামে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে জয়দেবপুর, টঙ্গী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, আগুনে অন্তত ১৫টি কক্ষের মালামাল, আসবাবপত্র ও বিপুল পরিমাণ ঝুট মালামাল, কাপড় ও কেমিক্যাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন তিনি।

আগুনে সব হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বাসা বাড়িতে ভাড়ায় বসবাসকারী শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। তারা বলছেন, আগুন লাগার পর জীবন নিয়ে বের হতে পারলেও কোনো মালামাল বের করতে পারেননি। তাদের দাবি, আগুনে কলোনির অন্তত ৫০টি রুম, মালামাল, নগদ টাকা পুড়ে গেছে। তাদের দাবি এতে কমপক্ষে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

(ঢাকাটাইমস/০২অক্টোবর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ট্রলার ডুবে ৩ জেলে নিখোঁজ
সারা দেশে জুনে ৬৭১টি সড়ক দুর্ঘটনায় ৭১১ জন নিহত হয়েছে: যাত্রী কল্যাণ সমিতি
‘হাত-পা ছাড়াই জন্ম নেওয়া’ সেই লিতুন জিরার এসএসসিতেও চমক
বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা