গভীর রাতে গাজীপুরে ইউনিম্যাক্স টেক্সটাইল গুদামে ভয়াবহ আগুন

গাজীপুর সিটি করপোরেশনের শরীফপুর এলাকায় ইউনিম্যাক্স টেক্সটাইল কারখানার গুদাম ও বাসা বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে গোডাউনের মালামাল ও ১৫টি বসত ঘর।
রবিবার দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, রাত ৩টার দিকে বাসন থানার শরীফপুর এলাকায় বাসা বাড়িতে আগুন লাগে। মুহূর্তে আগুন আশপাশের কক্ষে ছড়িয়ে পড়ে। এতে পাশের ইউনিম্যাক্স টেক্সটাইল লিমিটেড কারখানার গুদামে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে জয়দেবপুর, টঙ্গী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, আগুনে অন্তত ১৫টি কক্ষের মালামাল, আসবাবপত্র ও বিপুল পরিমাণ ঝুট মালামাল, কাপড় ও কেমিক্যাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন তিনি।
আগুনে সব হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বাসা বাড়িতে ভাড়ায় বসবাসকারী শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। তারা বলছেন, আগুন লাগার পর জীবন নিয়ে বের হতে পারলেও কোনো মালামাল বের করতে পারেননি। তাদের দাবি, আগুনে কলোনির অন্তত ৫০টি রুম, মালামাল, নগদ টাকা পুড়ে গেছে। তাদের দাবি এতে কমপক্ষে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
(ঢাকাটাইমস/০২অক্টোবর/এআর)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

কিশোরগঞ্জ-১ আসনে ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির মনোনয়নপত্র বৈধ ঘোষণা

কালিয়াকৈরে যাত্রীবাহী বাসে আগুন

বগুড়ার শেরপুরে অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

সাতক্ষীরার ২টি আসনে ২৩ মনোনয়পত্রের মধ্যে একটি বাতিল

পূবাইলে গৃহবধূর আত্মহত্যা

সিলেটের ৬টি আসনে ১৪ জনের প্রার্থিতা বাতিল, বৈধ ৩১

মনোনয়নপত্র সাময়িক বাতিলে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের খুশি হওয়ার কারণ নেই, প্রার্থিতা ফিরবে আপিলে

মানিকগঞ্জ-১: প্রার্থিতা বাতিলের খবরে গড়াগড়ি দিয়ে কাঁদলেন আব্দুল আলী

বাগেরহাটে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
