বাবুগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে হাজারো মানুষ, দুর্ঘটনার শঙ্কা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার আয়রন ব্রিজটি বেহাল। ১০ বছর আগে নির্মিত ব্রিজটি এতোটাই ঝুঁকিপূর্ণ যে এটি আর সংস্কার করা সম্ভব নয়। উপজেলার রহমতপুর ইউনিয়নের খানপুরা ও উত্তর রহমতপুর গ্রামের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাবুগঞ্জস্থ ক্যাম্পাস ভেটেরিনারি অনুষদের পেছনের খালের ওপর অবস্থিত ব্রিজটি। ব্রিজটি এখন পথচারীদের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ব্রিজটি ওপরের অধিকাংশ পাটা ভেঙে পড়ছে। ব্রিজের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায়, মারাত্মক ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন এলাকাবাসী। যে কোনো সময় এটি ভেঙে পড়তে পারে। ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ব্রিজটিতে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এ অবস্থায় ব্রিজটি দিয়ে ঝুঁকি নিয়েই চলাচল করছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ও গ্রামবাসী।
স্থানীয়রা বলেন, আয়রন ব্রিজটি নির্মাণ করার পর সংস্কার বা পুনর্নির্মাণের পদক্ষেপ নেয়নি কেউ। বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ব্রিজের ওপর দিয়ে প্রতিদিন স্কুল শিক্ষার্থীরা চলাচল করছে। কয়েকমাস আগে রাশেদ খান মেনন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষার্থী বর্ষা আক্তার ব্রিজ থেকে পড়ে পা ভেঙে যায়।
এছাড়া প্রায় সময় কেউ না কেউ ব্রিজ থেকে পরে আহত হয়। ব্রিজটি সংস্কারে কেউ কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। রাশেদ খান মেনন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ছাত্র রিয়াজ হোসেন বলেন, ব্রিজটি পার হয়ে আমাদের স্কুলে যেতে হয়। ব্রিজটির অবস্থা খুব খারাপ। এখানে একটা নতুন ব্রিজ হলে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে ভালো হতো। রহমতপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউল হক বলেন, ব্রিজটি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন মহলে বলেও ব্রিজটির সংস্কারের ব্যবস্থা করতে পারিনি। এখন ব্রিজটি সংস্কার সময়ের দাবি।
এ ব্যাপারে বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. সাইফুল ইসলাম রাকিব জানান, বিষয়টি আমার জানা নেই। তবে সরেজমিন পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঢাকাটাইমস/২অক্টোবর/এআর)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

জয়পুরহাটে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

চাঁদপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছে মাধ্যমিকের নতুন বই

বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর বাড়িতে বোমা হামলা, গাড়িতে আগুন

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই: ইসি আলমগীর

মানবতাবিরোধী অপরাধ: বাগেরহাটের ৭ জনের রায় বৃহস্পতিবার

পাঁচবিবিতে তিল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

মৌলভীবাজার-২: নৌকা না পেয়ে স্বতন্ত্র লড়বেন আ.লীগের ৩ নেতা

বরিশালে ট্রাকের ধাক্কায় মেডিক্যাল শিক্ষার্থী নিহত

খুলনায় মোংলা ইপিজেডের বাসে আগুন
