ভিসানীতি নিয়ে চিন্তিত নয় পুলিশ: হাবিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১৫:০৬ | প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৩, ১৪:৫৩

ডিএমপির নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ‘একটি দেশের ভিসানীতি কী হবে এটি তাদের বিষয়। এটা নিয়ে বাংলাদেশ পুলিশের চিন্তার কিছু আছে বলে আমার মনে হয় না।’

সোমবার বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

‘একটি রাষ্ট্র থেকে ভিসানীতির ঘোষণা এসেছে, পুলিশ নির্বাচনী দায়িত্ব পালনে যদি পক্ষপাতিত্বমূলক আচরণ করে তাহলে নিষেধাজ্ঞা দেওয়া হবে। এটা নিয়ে পুলিশ বাহিনীর ভেতরে কোনো ধরনের প্রভাব বা আতঙ্ক রয়েছে কি না। থাকলে মনোবল চাঙ্গার জন্য কি ধরনের পদক্ষেপ নেবেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি নির্বিঘ্নে বলতে চাই, একটি দেশের ভিসানীতি কি হবে এটি তাদের বিষয়। এটা নিয়ে বাংলাদেশ পুলিশের চিন্তার কিছু আছে বলে আমার মনে হয় না। আমাদের সদ্য বিদায়ী প্রধান বিচারপতি বলেছেন, আমি কোনো দিন... একটি দেশের নাম উল্লেখ করে বলেছেন, আমি কোনো দিন ওই দেশে যাই নাই, আমার যাওয়ার ইচ্ছাও নেই। তিনি প্রধান বিচারপতি ছিলেন।’

‘আমি যোগদান করে আমার পুলিশের ভেতরে এরকম কোনো চিন্তার বিষয় দেখি নাই। এটি একটি ব্যক্তি পর্যায়ের ব্যবস্থা। সংগঠন পর্যায়ের কোনো ব্যবস্থা নয়। সংগঠন হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবসময়ই ঢাকাবাসীর জন্য এবং ঢাকার জনগণের জন্য, নিরাপদ ঢাকার জন্য কাজ করে যাচ্ছে। তারা (পুলিশ) এগুলো নিয়ে কোনো চিন্তা করে না।’

(ঢাকাটাইমস/০২অক্টোবর/এসএস/এফএ)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :