খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে মন্ত্রী-এমপিদের বক্তব্য নির্মম ও নিষ্ঠুর: গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৩, ১৫:৩৩| আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১৬:৪২
অ- অ+

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে সরকারের মন্ত্রী-এমপিদের বক্তব্য নির্মম ও নিষ্ঠুর বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ।

সোমবার দুপুরে পুরানা পল্টনের দারুসসালাম বিল্ডিংয়ে গণতন্ত্র মঞ্চের অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় পরিচালনা কমিটির এক সভায় বক্তারা এ মন্তব্য করেন।

সভায় ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান ও আনসার আলী দুলাল এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন মন্টু প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, খালেদা জিয়ার চিকিৎসা মানবিক ও নাগরিক অধিকার। তার চিকিৎসা নিয়ে রাজনৈতিক দর কষাকষির কোনো সুযোগ নাই। চিকিৎসা পাওয়ার মানবিক অধিকার খর্ব করে তাঁর স্বাস্থ্যগত যেকোনো পরিস্থিতি ও ঝুঁকির দায় পুরোপুরি সরকারকে বহন করতে হবে।

গণতন্ত্র মঞ্চের পরবর্তী সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।

ঢাকাটাইমস/০২অক্টোবর/জেবি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তান থেকে চার্টার্ড ফ্লাইটে ফেরানো হবে রিশাদ ও নাহিদকে!
মেঘনায় অনুমোদনহীন ডেন্টালে জীবাণুযুক্ত যন্ত্রপাতি ব্যবহার, ছড়াচ্ছে হেপাটাইটিস বি
ই-হজ সিস্টেমে ভিসা বাতিল করার অপশন চালু
পাকিস্তানি বিনোদন অঙ্গনের ওপর কঠোর সিদ্ধান্ত নিল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা