সুনামগঞ্জে অটোচালক হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৩, ১৪:১০
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শাকিল মিয়া

সুনামগঞ্জ পৌর শহরে অটোরিকশা চালক শুকুর আলীকে ৫শ টাকার জন্য হত্যা মামলায় শাকিল মিয়া (২৫)নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতের এজলাসে উপস্থিত ছিলেন।

মঙ্গলবার সকালে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিন এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড খায়রুল কবির রুমেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৫ মে সুনামগঞ্জ পৌর শহরের চালক শুকুর আলী সকালে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন। তিনি সরকারি জুবিলী স্কুল গেইটের সামনে আসেন। এসময় শাকিল মিয়ার সঙ্গে ৫০০ টাকা পাওনা নিয়ে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে শাকিল শুকুর আলীকে ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় শুকুর আলীকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। ঘটনার পরদিন নিহতের মা জাইরুন নেছা বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলা বিচারকাজ শেষে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত শাকিল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার আদেশ দেন।

(ঢাকা টাইমস/০৩অক্টোবর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :