কামারগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক লুৎফর রহমানের দাফন সম্পন্ন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৩, ১৫:২২| আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১৫:২৫
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এ বি এম লুৎফর রহমানের (লুৎফর মাস্টার) জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জোহর নামাজের পর কামারগ্রাম কাঞ্চন একাডেমী প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে কামারগ্রাম কবরস্থানে তাকে দাফন করা হয়।

ফরিদপুর-১ আসনের মা-মাটি ও মানুষের প্রিয়নেতা, সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান, দৈনিক ‘ঢাকা টাইমস’, সাপ্তাহিক ‘এই সময়’ ও অনলাইন পোর্টাল ঢাকা টাইমস টোয়েন্টি ফোর ডট কমের সম্পাদক আরিফুর রহমান দোলন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।

এ বি এম লুৎফর রহমান সোমবার দিনগত রাত সাড়ে ১১টায় কামারগ্রামের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

(ঢাকাটাইমস/০৩অক্টোবর/এমআই/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা