কামারগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক লুৎফর রহমানের দাফন সম্পন্ন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১৫:২৫ | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৩, ১৫:২২

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এ বি এম লুৎফর রহমানের (লুৎফর মাস্টার) জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জোহর নামাজের পর কামারগ্রাম কাঞ্চন একাডেমী প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে কামারগ্রাম কবরস্থানে তাকে দাফন করা হয়।

ফরিদপুর-১ আসনের মা-মাটি ও মানুষের প্রিয়নেতা, সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান, দৈনিক ‘ঢাকা টাইমস’, সাপ্তাহিক ‘এই সময়’ ও অনলাইন পোর্টাল ঢাকা টাইমস টোয়েন্টি ফোর ডট কমের সম্পাদক আরিফুর রহমান দোলন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।

এ বি এম লুৎফর রহমান সোমবার দিনগত রাত সাড়ে ১১টায় কামারগ্রামের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

(ঢাকাটাইমস/০৩অক্টোবর/এমআই/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :