বিশ্ববিদ্যালয়ের গবেষণায় শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৩, ১৬:১৮

বিশ্ববিদ্যালয়ের গবেষণায় আর্থিক বিনিয়োগে শিল্পপতিদের এগিয়ে আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ে যত বেশি গবেষণা হবে ততবেশি উচ্চশিক্ষার মান উন্নত হবে এবং দেশ এগিয়ে যাবে। সারাবিশ্বেই ইন্ডাস্ট্রির আর্থিক বিনিয়োগ ছাড়া গবেষণায় সফলতা আসেনি। তাই গবেষণায় তাদের এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অ্যাক্রিডিটেশন ল্যাবের উদ্বোধনকালে তিনি একথা বলেন।

বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য সরকার সহযোগিতা করছে জানিয়ে দীপু মনি বলেন, বর্তমান পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বুটেক্সই একমাত্র বিশ্ববিদ্যালয় যেখান থেকে পাস হওয়া মাত্র চাকরি মেলে। এটা বেশ আনন্দের বিষয়। বুটেক্স দেশের অর্থনীতির উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে। তাই এর যথাযত উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন। ফলে এই বিশ্ববিদ্যালয়ের আমূল পরিবর্তনে যা কিছু দরকার সরকারের পক্ষ থেকে সেই সহযোগিতা দেয়া হবে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা রেখে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণায় শিল্পপতিদের আর্থিক বিনিয়োগ করতে হবে।

‘বুটেক্স নতুন নতুন গবেষণা করে বস্ত্র ও পোশাক শিল্পের অবদান রাখবে সেই প্রত্যাশা করি। এছাড়া আমাদের হারিয়ে যাওয়া ঢাকাই মসলিনের পুনরুদ্ধারে বুটেক্স কাজ করে চলেছে সেজন্য সবাইকে অভিনন্দন জানাই।’

তিনি বলেন, দেশের অর্থনীতিতে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে বস্ত্র ও পোশাকশিল্পের অবদান রয়েছে। এই শিল্প বিপুল কর্মসংস্থান তৈরি করে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছে। একই সঙ্গে নারীর ক্ষমতায়নেও বেশ ভূমিকা রেখেছে। কারণ নারীর কর্মজগতে প্রবেশ এবং দৃশ্যমানতার বিরাট অংশ এসেছে এই তৈরি পোশাক শিল্পখাতের হাত ধরে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে যে স্মার্ট বাংলাদেশকে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে যে এগিয়ে যাচ্ছি সেখানেও এই খাত জোড়ালো ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অ্যালামনাইদের বিশেষ ভূমিকা থাকে। বিশ্বের বড় বিশ্ববিদ্যালয়গুলো চলে তাদের আর্থিক সহযোগিতায়। তাই যে প্রতিষ্ঠান আপনাদের কাঙ্খিত অবস্থানে নিয়ে গেছে তার প্রতি আপনাদর দায়বদ্ধতা থাকে। তাই বিশ্ববিদ্যালয়ের গবেষণাসহ সার্বিক উন্নয়নে সক্রিয়ভাবে সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

(ঢাকাটাইমস/০৩অক্টোবর/টিএ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :