গাইবান্ধায় ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার
২০ বোতল ফেনসিডিলসহ আলামিন মণ্ডল নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৪)। মঙ্গলবার সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা নামক স্থানের (রংপুর-ঢাকা মহাসড়ক) স্বপ্নসিঁড়ি হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার বিকালে এপিবিএন এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
গ্রেপ্তার আলামিন রংপুরের পীরগঞ্জ উপজেলার নখারপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) আব্দুর রাজ্জাকের নির্দেশনায় সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মাহফুজ আফজালের নেতৃত্বে, অতিরিক্ত পুলিশ সুপার তাপস সরকার ও সহকারী পুলিশ সুপার একেএম খালেকুজ্জামান পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নি.) ছানোয়ার হোসেন ও পুলিশ পরিদর্শক আনোরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীও ফোর্সসহ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ আলামিনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
(ঢাকা টাইমস/০৩অক্টোবর/প্রতিনিধি/এসএ)