শেরপুরে ৫১ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৩, ১৮:০৯
অ- অ+
হেরোইনসহ গ্রেপ্তার শামীম হোসেন

শেরপুরে ৫১ লাখ টাকার ৫১০ গ্রাম হেরোইনসহ শামীম হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি।

এর আগে সোমবার রাতে শেরপুর সদর উপজেলার নন্দীবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শামীম নওগাঁর পোরশা উপজেলার খরপা বাজার এলাকার ফিরোজ আলীর ছেলে।

র‌্যাব-১৪ ময়মনসিংহের অপারেশনস্ অফিসার আনোয়ার হোসেন জানান, গোপন খবরে র‌্যাবের একটি দল শেরপুর-জামালপুর সড়কের নন্দীবাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এসময় সিএনজিচালিত একটি অটোরিকশা থেকে শামীম হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫১০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫১ লাখ টাকা।

আনোয়ার হোসেন বলেন, শামীম হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ শেরপুরসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে শেরপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

(ঢাকা টাইমস/০৩অক্টোবর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গাবালীতে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হলেন ৮৬ আইনজীবী
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু
গাইবান্ধায় আ.লীগের আইনবিষয়ক সম্পাদক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা