নতুন ছাত্রসংগঠন ঘোষণার পর আখতারের ওপর হামলা

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ১৫:২৬ | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৩, ১৫:২১

ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও সদ্য আত্মপ্রকাশ হওয়া ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক আখতার হোসেনসহ কয়েকজন নেতাকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে।

সংগঠনটির নেতাকর্মীদের দাবি, ছাত্রলীগের নেতাকর্মীরাই এ হামলা চালিয়েছে।

বুধবার (৪ অক্টোবর) দুপুর একটার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পাশে এ ঘটনা ঘটে। হামলায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় আহবায়ক কমিটির সদস্য হাসিব আল ইসলাম বলেন, আত্মপ্রকাশ অনুষ্ঠান শেষে আমরা রিকশা করে যাওয়ার পথে টিএসসির পরমাণু শক্তি কমিশনের সামনে আখতারকে রিকশা থেকে নামিয়ে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় কয়েকজন বাঁচাতে গেলে তাদের ওপরও হামলা করে তারা। আখতার ভাই গুরুতর আহত হয়েছেন। সবাইকে ঢামেকে আনা হয়েছে।

এর আগে বেলা ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নতুন ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির আত্মপ্রকাশ ঘটে।

পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সংবাদ সম্মেলন মধুর ক্যান্টিনে হওয়ার কথা থাকলেও ছাত্রলীগের নেতাকর্মীরা মধুর ক্যান্টিনে অবস্থান নেওয়ায় স্থানের পরিবর্তন হয় বলে জানান নবগঠিত সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. নাহিদ ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্যের কেন্দ্রীয় আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

এছাড়াও ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আহবায়ক এবং মো. আবু বাকের মজুমদারকে সদস্য সচিব করে ৩৩ সদস্যবিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, নতুন দলের মূলনীতি হবে শিক্ষা, শক্তি ও মুক্তি। দায়, দরদ ও মানবিক মর্যাদা ভিত্তিক রাজনৈতিক সমাজ গঠন করাই এই দলের আদর্শ। এই দলের রাজনৈতিক অবস্থান হবে মধ্যমপন্থী ও গণতান্ত্রিক।

(ঢাকাটাইমস/০৪অক্টোবর/এসকে)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠার তাগিদ দিলেন শিল্পমন্ত্রী

ঢাকার তাপমাত্রা দেখে সারাদেশে স্কুল বন্ধ করা যুক্তিযুক্ত নয়: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ৪৮তম বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত 

তাপপ্রবাহের ঝুঁকির মধ্যেই খুলল শিক্ষা প্রতিষ্ঠান

বেরোবিতে উৎসবমুখর পরিবেশে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুবিতে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৮৭ শতাংশ

এসএসসি ও সমমানের ফলাফল মে’র দ্বিতীয় সপ্তাহে

ভর্তি পরীক্ষার্থীদের মাঝে হাবিপ্রবি সমকাল সুহৃদের শরবত বিতরণ

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে ক্লাস শুরু রবিবার

এই বিভাগের সব খবর

শিরোনাম :