ঝিনাইদহে আইসিটি সেন্টারের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৩, ২৩:৫৭

ঝিনাইদহে মুসা মিয়া আইসিটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেন্টারের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন ও বুদ্ধিপ্রতিবন্ধী কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঝিনাইদহ শিল্পকলা অ্যাকাডেমিতে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি না‌সের শাহ‌রিয়ার জা‌হেদী মহুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আজিম উল আহসান, স্থানীয় সরকারের উপ পরিচালক ইয়ারুল ইসলাম, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. তানজীবা রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন তবিবুর রহমান লাবু।

আলোচনা শেষে বিভিন্ন বিভাগে জাতীয় পর্যায়ে পুরষ্কারপ্রাপ্ত তিনজন কৃতি শিক্ষার্থীকে নগদ ৪ লক্ষ টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়।

(ঢাকাটাইমস/০৪ অক্টোবর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :