নাঙ্গলকোট সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২৩, ১৭:০১

কুমিল্লার নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যামিক ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে কলেজ অডিটোরিয়ামে রুমে এই ক্লাসের আয়োজন করা হয়।

প্রভাষক নুরুল আফছার ও রিয়াদ মাহমুদ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগীয় প্রধান নাজনীন আক্তার।

প্রধান অতিথির বক্তব্য দেন নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. মজিবল হায়দর চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক মেয়র এ কে এম মনিরুজ্জামান খান, জামান'স ক্লিনিক হাসপাতাল ঢাকা ও নাঙ্গলকোট শাখার ব্যবস্থাপনা পরিচালক মো. বশির উজ জামান খান, শিক্ষক পরিষদ সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান হাছান আহমেদ মজুমদারসহ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- সমাজকর্ম বিভাগীয় প্রধান সাজেদা আক্তার, রসায়ন বিভাগীয় প্রধান নাজমা আক্তার, প্রভাষক এনামুল হক, অহিদুর রহমান, আলা উদ্দিন, জসিম উদ্দিন, নাহিদ ফারহানা, ফৌজিয়া আক্তার ওমর ফারুক ভূঁইয়া।

নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন, মুসফিকা নাজনীন, এনায়েত উল্লাহ রিমন,আয়েশা আক্তার হিমু।

অনুষ্ঠান শেষে কলেজ প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য ডা. এ কে এম কামারুজ্জামানের পক্ষ থেকে বশির উজ জামান খান শিক্ষার্থীদের জন্য ১০০ জোড়া বেঞ্চ উপহার হিসেবে প্রদান করেন।

(ঢাকা টাইমস/০৮অক্টোবর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :