হামাসের বিরুদ্ধে ‘বিশাল শক্তি’ ব্যবহারের হুঁশিয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৩, ০৯:০৪

ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ‘বিশাল শক্তি’ ব্যবহার করার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেছেন, ‘কয়েক দশকের মধ্যে ইসরায়েলের মাটিতে সবচেয়ে খারাপ হামলার জন্য ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর প্রতিশোধ নেওয়া মাত্র শুরু হয়েছে।’

শনিবারের আকস্মিক হামলার পর থেকে ইসরায়েলে প্রায় ৯০০ জন মারা গেছে, যার মধ্যে একটি সঙ্গীত উৎসবে হামাসের বন্দুকধারীদের হামলায় নিহত ২৬০ জন রয়েছে।

ইসরায়েল জবাবে গাজায় হামলা শুরু করার পর থেকে ফিলিস্তিনি পক্ষের প্রায় ৬৯০ জন মারা গেছে।

ইসরায়েল যখন বেসামরিক নাগরিকদের সতর্ক না করে বিমান হামলা চালায় হামাসের সশস্ত্র শাখা তখন একজন জিম্মিকে হত্যার হুমকি দিয়েছে।

হামাসের হাতে কয়েক ডজন লোক অপহৃত হয়েছে এবং তাদের পরিবার তথ্যের জন্য মরিয়া হয়ে অনুসন্ধান করছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এর আগে গাজা উপত্যকাকে ‘সম্পূর্ণ অবরোধ’ করার নির্দেশ দিয়েছিলেন। খাদ্য, জ্বালানি, বিদ্যুৎ এবং পানি সরবরাহ বন্ধ করে দেন। সূত্র বিবিসির।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :