ডামুড্যায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সভা

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২৩, ১৬:২৪
অ- অ+

শরীয়তপুরের ডামুড্যায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন মাঝি।

এ সময় উপস্থিত ছিলেন, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সক্সের এমওডিসি ডা. শাহরিয়ার আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কৌহিনুর আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান খান, উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দীন, এমটি (ইপিআই) মিজানুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. নাছির উদ্দীন প্রমুখ।

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডা. শাহরিয়ার আলম জানান, ডামুড্যা উপজেলার ১০ থেকে ১৪ বছর বয়সী ৬২৬৮ জন কিশোরীকে এইচপিভি টিকা প্রদান করা হবে। এ জন্য প্রত্যেক কিশোরীকে টিকা নিতে জন্ম সনদসহ অনলাইনে নিবন্ধন করতে হবে।

(ঢাকাটাইমস/১০ অক্টোবর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চিতায় যাওয়ার আগে উৎসব মুখর নির্বাচন দেখে যেতে চাই: গয়েশ্বর 
ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার শহীদুল্লাহ্ আটক
সোনালী কাবিন পদক ঘোষণা, ১৫-১৭ ফেব্রুয়ারি কবি আল মাহমুদ স্মরণোৎসব
মোল্যা নজরুল ইসলামসহ আটক চার পুলিশ কর্মকর্তাকে থানায় হস্তান্তর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা