সাংবাদিক প্রীতমের মৃত্যুতে ডিএমপি কমিশনারের শোক

দৈনিক খোলা কাগজের অপরাধ বিষয়ক সাংবাদিক প্রীতম সাহা সুদীপের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
বুধবার এক শোকবার্তায় ডিএমপি কমিশনার সাংবাদিক প্রীতমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এদিন বেলা সাড়ে ১১টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় প্রীতম সাহা মারা যান।
প্রীতম দীর্ঘ ১৭ দিন মিটফোর্ড হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। খাদ্যনালির জটিল সমস্যার কারণে গত ২৪ সেপ্টেম্বর মিটফোর্ড হাসপাতালে তার অপারেশন হয়েছিল। অপারেশনের আগে হাসপাতালের সাধারণ বেডে ছিলেন। এরপর শারীরিক অবস্থা বেশ খারাপ হলে চিকিৎসকরা তাকে দ্রুত আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) স্থানান্তরের পরামর্শ দেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।
প্রীতমের মৃত্যুতে গভীর শোক জানিয়ে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘প্রীতম দীর্ঘদিন জটিল রোগে ভুগছিলেন। তার এই প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। প্রীতমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তিনি যেন স্বর্গবাসী হন স্রষ্টার কাছে এই প্রার্থনা করছি।’
(ঢাকাটাইমস/১১অক্টোবর/এসএস/এফএ)

মন্তব্য করুন