নরসিংদীতে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

নরসিংদী প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২৩, ২১:০৬

নরসিংদীতে স্ত্রীকে হত্যা মামলায় রাসেল মিয়া নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ (১ম আদালত) শামীমা পারভিন এই রায় দেন৷ এই মামলায় দুজনকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত রাসেল মিয়া রায়পুরা উপজেলার চড় আড়ালিয়া এলাকার নয়ন মিয়ার ছেলে।

মামলার এজাহার, চার্জশীট ও আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ১ জুলাই স্ত্রী মরিয়ম আক্তারকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন রাসেল। তিনি মরদেহ একই এলাকার উত্তর-পশ্চিমে খলিল মিয়ার বাড়ির পেছনের ডোবায় ডান হাত বেধে কচুরিপানার নিচে লুকিয়ে রাখেন।

পরে মরিয়মের বাবা বাদী হয়ে রায়পুরা থানায় ছয়জনকে অভিযুক্ত করে মামলা করে। ঘটনার ৩ দিন পর রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ৷ রাসেলসহ তিনজনকে অভিযুক্ত করে বাকি তিনজকে অব্যাহতি দিয়ে আদালতে চার্জশীট দায়ের করে পুলিশ। চলতি বছরের ২৩ জুন আদালতে স্ত্রী হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

সাক্ষ্যগ্রহণ ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে আজ দুপুরে রাসেলকে যাবজ্জীবন কারাদণ্ড ও বাকিজনকে খালাসের রায় দেন আদালত।

এ বিষয়ে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালত) এর এপিপি এম. এ. এন অলিউল্লা বলেন, আসামির জবানবন্দি অনুযায়ী নিহতের সবরকম নমুনা পাওয়া যায়। আদালত সবরকম বিচার বিবেচনা করে আসামি রাসেল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়। বাকি দুই আসামিকে খালাস প্রদান করে।

(ঢাকা টাইমস/১৬অক্টোবর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে ভোট গণনার পর সংঘর্ষ, পুলিশের গুলিতে ইউপি সদস্য প্রার্থীর সমর্থক নিহত

বহিষ্কৃত প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সেলিম ভূইয়া

নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষক ও ১৪ শিক্ষার্থী

জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে

হিট স্ট্রোকে মাদারীপুরে ব্যবসায়ী ও কৃষকের মৃত্যু

সালথায় তীব্র গরমে অসুস্থ স্কুলের ১৩ শিক্ষক-শিক্ষার্থী 

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি ঢাকায় গ্রেপ্তার

শতকোটি ব্যয়ে রংপুরে হচ্ছে ৪৬০ বেডের ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল

তীব্র খরার পুড়ছে পাটক্ষেত, পাতালেও মিলছে না পানি! দিশেহারা কৃষক

চাঁদপুরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :