শেখ রাসেলের জন্মদিনে নড়াইল কালেক্টরেট স্কুলে বইপড়া উৎসব

নড়াইল প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২৩, ০৯:২৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিশুদের বইপড়া উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার নড়াইল কালেক্টরেট স্কুলের আয়োজনে শেখ রাসেল দিবসে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্কুলের প্রধান শিক্ষক উজির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সহকারী শিক্ষক নার্গিস নাহার লোপা, ফিরোজ মিনা, শারমিন সুলতানা, প্রিয়াঙ্কা তরফদার, নূর আলম, রাকিব হাসানসহ অনেকে।

বইপড়া উৎসবে অংশগ্রহণ করতে পেরে খুশি হয়েছে শিশু শিক্ষার্থীরা। এ উৎসবে বিভিন্ন বিষয়ে বইপাঠ করে আনন্দ পেয়েছে তারা অভিভাবকরা বলেন, শেখ রাসেল দিবসে ব্যতিক্রমী বইপড়া উৎসবে আমাদের ছেলে-মেয়েদের মেধাবিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়া রঙতুলিতে শেখ রাসেলকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :