রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগের পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
ডিএমপি জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে সাত হাজার ৪৯৬ পিস ইয়াবা, ২৪ কেজি গাঁজা, ২৬ গ্রাম হেরোইন, ২৬০ বোতল ফেনসিডিল ও তিন বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা হয়েছে।
(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এসএস/এফএ)

মন্তব্য করুন