ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১৩:১০ | প্রকাশিত : ২১ অক্টোবর ২০২৩, ১২:৫৬

‘গাজায় ধ্বংসস্তূপের নিচে মানবতা কাঁদছে’ এই স্লোগানকে সামনে রেখে স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে শহরের দয়াময়ী মোড়ে জামালপুর হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।

জামালপুর হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভাপতি মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি সনাকের সভাপতি অজয় কুমার পাল, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) জেলা শাখার সভাপতি আমির উদ্দিন, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার উপদেষ্টা সাযযাদ আনসারী, সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি ডা. ইউনুস আহমাদ, ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতিমিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একে এম আশরাফুজ্জামান স্বাধীন প্রমুখ।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :