শিবগঞ্জে রসিদ ছাড়া গাড়ি পার্কিংয়ের ফি আদায়ের অভিযোগ

ওয়াসীম আহম্মেদ, শিবগঞ্জ (বগুড়া)
| আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৩:৩৪ | প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৩, ১২:৪২

বগুড়ার শিবগঞ্জের মহাস্থান মাজার এলাকায় গাড়ি পার্কিংয়ের ফি আদায়ে অনিয়মের অভিযোগ উঠেছে। ফি আদায়ে রসিদ ব্যবহার না করায় প্রতিদিন মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার।

গত শুক্রবার সরেজমিনে ওই এলাকায় গেলে পার্কিং খরচের টাকা আদায়ে অনিয়মের কথা জানান বিভিন্ন যানবাহনের চালকরা।

প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের নির্ধারণ করে দেয়া গাড়ি পার্কিং মূল্য তালিকায় ১৫% ভ্যাটসহ প্রতিটি বাস ও ট্রাকের পার্কিং ফি ২৮৭ টাকা, জিপ, কার ও মাইক্রোবাসের পার্কিং ফি ৮০ ও মোটরসাইকেলের পার্কিং ফি ২৩ টাকা লেখা রয়েছে। পার্কিং জোনের প্রবেশ দ্বারে মূল্য তালিকা সংবলিত একটি সাইনবোর্ডও দেয়া আছে।

মাজার এলাকায় আসা ভটভটি চালক মিনারুল ইসলাম জানান, ৩ ঘন্টা আগে গাড়ি পার্কিং করেছিলাম। এখন গাড়ি বের করার সময় আমার কাছ থেকে ৫০ টাকা নিয়ে ২০ টাকার একটা রশিদ হাতে ধরিয়ে দিয়েছে আদায়কারীরা। অথচ ভটভটির কোনো পার্কিং ফি নেই।

বাসচালক ইব্রাহিম আলী জানান, আমার কাছ থেকে ২৯০ টাকা পার্কিং ফি নিয়েছে আদায়কারী। টাকা নেয়ার পর কোনো রশিদ আমাকে দেয়নি।

ট্রাকচালক আবু হোসেন জানান, আমার কাছ থেকে গাড়ি পার্কিংয়ের ৩০০ টাকা ফি নিয়েছে। কোনো রশিদ দেয়নি।

পিকআপ চালক আলমগীর হোসেন জানান, রশিদ ছাড়াই ৮০ টাকা পার্কিং খরচ নিয়েছে এখানকার আদায়কারীরা।

স্থানীয় বাসিন্দা জনি মিয়া জানান, অধিকাংশ যানবাহনের টাকা রসিদ ছাড়াই আদায় করেন এখানকার আদায়কারীরা। এটা আমরা দীর্ঘদিন যাবৎ দেখে আসছি।

খোঁজ নিয়ে জানা যায়, ওই পার্কিং এলাকায় রেজাউল করিম ও নয়ন মিয়া নামের দুইজন ব্যক্তি পার্কিং ফি আদায় করেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে আদায়কারী রেজাউল করিম জানান, আমার বিরুদ্ধে মিথ্যা ছড়ানো হচ্ছে।

আরেক আদায়কারী নয়ন মিয়া জানান, ব্যস্ততার কারণে অনেককে রশিদ দেওয়া সম্ভব হয় না। একজনকে টিকিট দিতে আরেকজন চলে যায়। তাই টিকিট না দিয়েই মাঝে মাঝে টাকা নিতে হয়।

এ ব্যাপারে মহাস্থান জাদুঘরের কাস্টডিয়ান রাজিয়া সুলতানা জানান, আদায়কারীরা আমাদের অফিস থেকে রশিদ নিয়ে আদায় করতো। তবে তারা অফিস কর্তৃক নিয়োগ প্রাপ্ত নয়। অনিয়মের বিষয়টি আমিও জেনেছি। ইতোমধ্যে এ ব্যাপারে সংশ্লিষ্ট স্টাফদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :