বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল ২ কিশোরের

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২৩, ১২:৩৬
অ- অ+
দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিহত দুই কিশোরের স্বজনেরা।

দিনাজপুরের বীরগঞ্জে গ্যাস ঢুকিয়ে বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে দুই কিশোর নিহত হয়েছে।

সোমবার রাত ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের কুমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত দুই কিশোরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। সিলিন্ডার বিস্ফোরণে তাদের বাড়ির বেশ কিছু অংশ বিধ্বস্ত হয়েছে।

নিহতরা হলেন, সীমান্ত পাল (১৭) ও প্রসেনজিৎ পাল (১৩)। নিহত সীমান্ত পাল উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের পাল্টাপুর কুমারপাড়া গ্রামের নিখিল চন্দ্র পালের ছেলে এবং প্রসেনজিৎ পাল একই গ্রামের প্রতাপ চন্দ্র পালের ছেলে। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই।

বীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ময়নুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন জানান, 'গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে দুজন মারা গেছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক মো. জিল্লুর রহমান তাদের মৃত ঘোষণা করেন।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য দুলাল চন্দ্র রায় জানান, 'সীমান্ত পালের বাবা নিখিল চন্দ্র পাল গ্যাস বেলুনের ব্যবসা করেন। কিন্তু নিখিল পাল অসুস্থ থাকায় রাতে পূজামণ্ডপে বেলুন বিক্রির জন্য সন্ধ্যায় বাড়িতে বসে গ্যাস সিলিন্ডারে বেলুন ফুলানোর কাজ করছিল সীমান্ত। এ সময় পাশে বসে তাকে সহযোগিতা করছিল চাচাতো ভাই প্রসেনজিৎ। হঠাৎ গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটলে সীমান্ত ও প্রসেনজিৎ গুরুতর আহত হয়। এরপর তাদের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ঘটে।'

নিহতদের প্রতিবেশী মো. দেলোয়ার হোসেন জানান, 'প্রসেনজিত চন্দ্র পাল ও সীমান্ত চন্দ্র পাল আপন চাচাতো ভাই। তাদের বাবারা বেলুন ব্যবসায়ী।'

দিনাজপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, মৃতদেহ হাসাপাতালের হিমঘরে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা