গাজীপুরের পূবাইলে ২০০ শিল্প প্রতিষ্ঠান, ফায়ার সার্ভিস স্টেশন নেই একটিও!

গাজীপুর সিটি কর্পোরেশনের ৪টি ওয়ার্ড নিয়ে পূবাইল থানা গঠিত। এই থানায় আছে ছোট বড় আনুমানিক প্রায় ২০০টির মতো শিল্প প্রতিষ্ঠান। আছে কয়েকটি ব্যাংক ও বাজার । বাজারে প্রায় হাজারের উপরে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এসবের কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে টঙ্গী ও গাজীপুর সদর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিতে হয়। আর এসব ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছার আগেই বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। প্রতিবছর আগুনে পুড়ে ছাই হয় কোটি টাকার সম্পদ।
খবর নিয়ে জানা যায়, গত কয়েক বছরে কয়েকটি মিল ফ্যাক্টরি ও জুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়।
পূবাইলে মেঘডুবী এলাকায় অবস্থিত রানী এক্সেসরিস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজীবুল হাসান বলেন, আমাদের পূবাইল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে টঙ্গী ফায়ার সার্ভিসে ফোন দেওয়া লাগে। আমাদের এলাকায় ফায়ার স্টেশন হওয়াটা খুব জরুরি।
মাজুখান এলাকায় অবস্থিত জুট পল্লির ব্যবসায়ী বলেন, আমাদের এই জায়গায় দুইবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। টঙ্গী থেকে ফায়ার সার্ভিসের লোক আসতে আসতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
ফায়ার সার্ভিস দপ্তরের উপ সহকারী পরিচালক মো. আব্দুল আল আরেফিন ঢাকা টাইমসকে জানান, পূবাইলের মিরের বাজারে নতুন ফায়ার সার্ভিস স্টেশন করার পরিকল্পনা করা হয়েছে। অতি শিগগিরই কাজ শুরু হবে।
গাজীপুর জেলা প্রশাসক আবু ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ঢাকা টাইমসকে বলেন, টঙ্গীতে বড় আকারে একটি ফায়ার সার্ভিস স্টেশন তৈরি করা হচ্ছে। পূবাইলেও ফায়ার সার্ভিস স্টেশনের ব্যাপারে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/২৪অক্টোবর/এআর)

মন্তব্য করুন