২৮ অক্টোবর ঘিরে সিদ্ধিরগঞ্জ আ.লীগ-বিএনপির নানামুখী প্রস্তুতি

আগামী ২৮ অক্টোবরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি। সেদিন নিজ দলের ক্ষমতা পরীক্ষার লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে নারাজ।
বহুল আলোচিত ও অপেক্ষাকৃত ২৮ অক্টোবরে বাংলাদেশ আওয়ামী লীগের শান্তি সমাবেশ, অপরদিকে বিরোধী দল বিএনপির নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মহাসমাবেশ। একই দিনে কাছাকাছি স্থানে বর্তমান সময়ের টক অব দ্যা কান্ট্রি ২৮ অক্টোবরের কর্মসূচিগুলো।
রাজনৈতিক দলগুলোর বাহিরেও দিনটি নিয়ে উত্তেজনার কমতি নেই সাধারণ মানুষের মধ্যে। দেশের রাজনীতির যেকোনো পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাজধানীর সন্নিকটস্থ নারায়ণগঞ্জ জেলা। তারই ধারাবাহিকতায় সেদিনের দুটি সমাবেশে নিজেদের সর্বোচ্চ লোকবল নিয়ে উপস্থিত হবেন বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা।
তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মসূচির প্রস্তুতির জন্য স্বাভাবিকভাবে আলোচনা করতে পারলেও বিএনপির ক্ষেত্রে তা হয়ে উঠছে না বলে অভিযোগ বিএনপি নেতাকর্মীদের।
বিএনপি নেতাকর্মীরা বলছেন, তাদের দলের নেতাকর্মীদের বাসা-বাড়িতে পুলিশি তৎপরতা রয়েছে। রাত হলেই অভিযানের নামে হয়রানি ও গ্রেপ্তার করা হচ্ছে বিএনপি নেতাকর্মীদের। ১৮ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ১০ জনের অধিক নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
শান্তি সমাবেশের বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান জানান, ২৮ অক্টোবর ঘিরে ইতোমধ্যে কয়েকবার মিটিং করেছেন তারা। সর্বশেষ মঙ্গলবার রাতে দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বর্ধিত সভার মাধ্যমে সিদ্ধান্ত নেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ ও শ্রমিকলীগ একত্রিত হয়ে ১৫০টি গাড়ি নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হবেন। নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নেতৃত্ব তারা সেখানে যাবেন।
সিদ্ধিরগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জানান, মহাসমাবেশ ঘিরে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী মিলিয়ে প্রায় সাড়ে ৫ থেকে ৬ হাজার নেতাকর্মী উপস্থিত হবেন। কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় নিজ এলাকা বা বাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে অবস্থান করছে তারা। তবে বাঁধা এরিয়েই ইতোমধ্যে সমাবেশস্থলের আশপাশে অবস্থান নিয়েছে অর্ধেকের বেশি নেতাকর্মী। বাকিরাও শিগগিরই সেখানে যাবেন।
(ঢাকাটাইমস/২৫ অক্টোবর/ইএইচ)

মন্তব্য করুন