নাটোরের নলডাঙ্গায় সরকারের উন্নয়নের কথা তুলে ধরলেন জেলা আ. লীগের সভাপতি

নাটোরপ্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৪:২৯ | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৩, ১৪:২৬

নাটোরের নলডাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের কথা তুলে ধরলেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম।

শুক্রবার সন্ধ্যায় নলডাঙ্গা উপজেলার ব্রুপুর ইউনিয়নের চেউখালীবাজার, সরকুতিয়াসহ বিভিন্ন বাজার ও গ্রামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন।

এরপর জেলা আওয়ামী লীগ সভাপতি ব্রুপুর ইউনিয়নের পীরগাছা বাজারে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ স্বর্বস্থরের মানুষের সাথে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে তিনি বলেন, বিগত বিএনপি -জামায়াত সরকার ক্ষমতায় থেকে ২০০৪ সালে বাংলা ভাই সৃষ্টি করে নলডাঙ্গা উপজেলার সরকুতিয়ার বাবু, পীরগাছার সাইফুলসহ অনেক নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বিভিন্ন দিক ও সেবা তুলে ধরে মানুষকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার আহবান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের দোর-গোড়ায় সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি শতভাগ বিদ্যুতের আলোয় আলোকিত করেছেন। এখন দেশের প্রতিটি গ্রাম উন্নয়নের মুখরিত জনপদ। দেশে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করে স্বাস্থ্য পরামর্শ ছাড়াও ২৭ ধরনের ওষুধ দেওয়া হচ্ছে।বিগত সময়ে দেশের প্রায় ৯ কোটি প্রান্তিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, এসব কমিউনিটি ক্লিনিকে চার প্রকার উপকরণের মাধ্যমে পরিবার পরিকল্পনা সেবা দেওয়া হচ্ছে। ভিশন সেন্টারে আধুনিক চক্ষু চিকিৎসা সেবা পাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন পূরণে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। জনগণের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি তাদের জীবন মান উন্নয়নে সব রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে।

ব্রুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জব্বার আলী মিনার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু, জেলা আওয়ামী লীগ নেতা ওয়ায়েস, ব্রুপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মিঠু, যুবলীগ সভাপতি জামাল উদ্দিন ও সাধরণ সম্পাদক আইয়ুব আলী, আওয়ামী লীগ নেতা সুলতানসহ প্রমুখ।

(ঢাকা টাইমস/২৮অক্টোবর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি

মফস্বল সাংবাদিকেদের ওয়েজ বোর্ডের আওতার আনার দাবি

আ.লীগ বিভ্রান্তিকর কথা বলে নিজেদের ভেতরকার অস্থিরতা আড়াল করছে: প্রিন্স

‘ওরাল ক্যান্সার’ সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর

‘মনে হয় আত্মহত্যা করি, তাতে যদি বেঁচে যাই!’

ফেলোশিপে সিঙ্গাপুর যাচ্ছেন সাতক্ষীরা মেডিকেলের ডা. মাহমুদুল হাসান

গাজীপুরে দুর্ঘটনা: দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

শ্রীপুরে তীব্র দাবদাহে ঝরে পড়ছে লিচু

চেয়ারম্যানের উঠান বৈঠকে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ বদির বিরুদ্ধে

ট্রাকের পেছনে মুরগিবোঝাই পিকআপের ধাক্কা, নিহত ২

এই বিভাগের সব খবর

শিরোনাম :