ঘাটাইলে নির্মাণাধীন ব্রিজ থেকে পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় নির্মাণাধীন ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী মনির হোসেন (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার দেওপাড়া এলাকায় নির্মাণাধীন খাকুরিয়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
ঘাটাইল থানার এস আই সানাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মনির হোসেন কালিহাতী উপজেলার বল্লা বাজার এলাকার চামরা ব্যাবসায়ী জুলহাস কম্পানীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাতে মনির মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি ঘাটাইল উপজেলার দেওপাড়া খাকুরিয়া নির্মাণাধীন ব্রিজে সাইনবোর্ড না থাকায় সরাসরি ব্রিজে গিয়ে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এ সময় ব্রিজের নিচে খাদে পড়ে ঘটনাস্থলেই মনির নিহত হন।
ঘাটাইল থানার এস আই সানাউল ইসলাম জানান, দেওপাড়া খাকুরিয়া নির্মাণাধীন ব্রিজের খাদে পড়ে ঘটনাস্থলেই মনির নিহত হয়। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে।
(ঢাকা টাইমস/২৮অক্টোবর/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন