আরও একবার চরম ব্যর্থ কঙ্গনা রানাওয়াত

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৩, ১৩:৩৪

সময়টা মোটেই ভালো যাচ্ছে না বলিউডের ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এই নায়িকার শেষ মুক্তিপ্রাপ্ত পরপর তিনটি সিনেমাই ফ্লপ গেছে। অর্থাৎ, নির্মাণের খরচাও ওঠেনি সিনেমাগুলো থেকে। সেই ধারাবাহিকতায় আরও একবার চরমভাবে ব্যর্থ হলেন নানা কারণে বিতর্কিত কঙ্গনা।

গত শুক্রবার মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর ‘তেজস’ সিনেমাটি। ভারতের বক্স অফিস রিপোর্ট বলছে, প্রথম দুই দিনে মাত্র ২.৫০ কোটি টাকার ব্যবসা করেছে সেটি। যা নিঃসন্দেহে হতাশাজনক কঙ্গনা এবং তার ভক্তদের কাছে। নায়িকার দাবি, মানুষ হলে গিয়ে সিনেমা দেখছে না।’

অবস্থা খারাপ দেখে শনিবার ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে সবাইকে হলে গিয়ে ‘তেজস’ দেখার অনুরোধ করেন কঙ্গনা। বলেন, ‘বন্ধুরা, গতকাল প্রেক্ষাগৃহে আমার ছবি তেজস মুক্তি পেয়েছে। যারা এই সিনেমাটি দেখেছেন, তারা অনেকেই আমাদের অনেক প্রশংসা এবং আশীর্বাদ করছেন।’

‘কিন্তু বন্ধুরা, করোনার পরে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এখনো পুরোপুরি মাথা তুলে দাঁড়াতে পারেনি। আমি জানি যে আজকের যুগে প্রত্যেকের বাড়িতে মোবাইল ফোন এবং টিভি আছে। কিন্তু মনে রাখতে হবে, কমিউনিটি ভিউ, থিয়েটার যা শুরু থেকেই আমাদের সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অংশ।’

‘তাই হিন্দি চলচ্চিত্রের দর্শকদের এবং বিশেষ করে মাল্টিপ্লেক্স দর্শকদের কাছে আমার আন্তরিক অনুরোধ, আপনি যদি ‘উরি’, ‘মেরি কম’ এবং ‘নীরজা’ পছন্দ করেন, তবে আপনি ‘তেজস’কেও পছন্দ করবেন।’ প্রসঙ্গত, এই সবগুলো সিনেমাই নারীকেন্দ্রীক।

তবে কঙ্গনার এই ভিডিওই ট্রোলের কারণ হয়ে দাঁড়িয়েছে। একজন লেখেন, ‘হলে গিয়ে লোক সিনেমা না দেখলে ‘গদর ২’, ‘পাঠান’, ‘জওয়ান’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র মতো সিনেমাও ফ্লপ করত।’ আরেকজন লেখেন, ‘যে মেয়ে কথায় কথায় সিনেমা বয়কটের ডাক দিত, সে এখন সিনেমা হলে লোককে যাওয়ার জন্য হাতজোড় করে প্রার্থনা করছে। অভিযোগ করছে, লোক হলে আসছে না।’

উদ্বোধনী দিন থেকেই বক্স অফিসে খুব ধীরে চলা শুরু করেছে কঙ্গনার ‘তেজস’। ভারতীয় বক্স অফিসের প্রাথমিক রিপোর্ট অনুসারে, শুক্রবার সিনেমাটি ব্যবসা করে মাত্র ১.২৫ কোটি টাকার। শনিবারেও আয় করেছে ১.২৫ কোটি। দুই দিন মিলিয়ে সিনেমার আয় দাঁড়িয়েছে ২.৫০ কোটি।

বক্স অফিস বিশ্লেষকরা মনে করছেন, দিন যত যাবে কঙ্গনার এই সিনেমার আয় ততই কমতে থাকবে। অর্থাৎ, এবারও সিনেমা নির্মাণের খরচাও বক্স অফিস থেকে তুলতে পারবেন না নায়িকা।

সামনে মুক্তি অপেক্ষায় কঙ্গনার ‘এমার্জেন্সি’ সিনেমাটি। সেখানে তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ওই সময় মুক্তি পাবে শাহরুখের ‘ডাঙ্কি’ এবং প্রভাসের ‘সালার’। তাই কঙ্গনার সিনেমা মুক্তি পাবে নতুন বছরে।

(ঢাকা টাইমস/২৯অক্টোবর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :