সেমির আশা বাঁচিয়ে রাখতে আজ ভারতের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড
চলতি বিশ্বকাপে সময়টা একদম ভালো যাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। পাঁচ ম্যাচ খেলে চারটিতেই হারের তিক্ত স্বাদ পেয়েছে তারা। সেমির আশা বাঁচিয়ে রাখতে আজ ভারতের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড।
লখনৌর অটল বিহারি স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
আজকের ম্যাচে হেরে গেলে সেমিতে খেলার স্বপ্ন ভেঙে যাবে ইংলিশদের। তাই আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই ইংলিশদের।
অন্যদিকে নিজেদের মাটিতে বিশ্বকাপে রীতিমতো উড়ছে টিম ইন্ডিয়া। ৫ ম্যাচের সব কটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে রোহিত-কোহলিরা। হারের বৃত্তে ঘুরপাক খাওয়া ইংল্যান্ডের বিপক্ষেও সে ধারা অব্যাহত রাখতে চায় তারা।
দুই হেভিওয়েটের লড়াই হলেও ম্যাচটা তেমন গুরুত্ব পাচ্ছে না। কারণ একটাই, সেটা হচ্ছে ইংল্যান্ডের বাজে ফর্ম। ইংল্যান্ডের হেড কোচও আর কোনো আশা দেখেন না। শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের পর ইংল্যান্ডের সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক পরিষ্কার করেই বলে দেন, সেমির আশা বাদ দিয়ে তাদের এখন সম্মানের জন্য খেলা উচিত।
ট্রেসকোথিক বলেন, ‘আমরা নিজেদের পারফরম্যান্স নিয়ে মনোযোগী। গত কয়েক সপ্তাহে যা করেছি, তার চেয়ে ভালো করতে চাই। সেমিফাইনালের রেসটা যেমন চলছে তেমনই থাকুক। যদি হয়, তো হবে। আমরা জানি কাজটা খুব চ্যালেঞ্জিং। গাণিতিকভাবে এখনও হয়তো সম্ভব, কিন্তু খুব কঠিন।’
এখন পর্যন্ত ১০৬ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দু'দল। ৫৭ ম্যাচে জয় আছে ভারতের আর ইংল্যান্ডের জয় ৪৪টিতে। বিশ্বকাপের পরিসংখ্যানে অবশ্য কিছুটা এগিয়ে ইংলিশরা। বিশ্ব আসরে মুখোমুখি ৮ ম্যাচে ৪ জয় তাদের, আর ভারতের জয় ৩টিতে। 'ডু অর ডাই' ম্যাচে বেশ কিছু পরিবর্তন নিয়ে নামতে পারে থ্রি লায়নরা।
(ঢাকাটাইমস/২৯অক্টোবর/এনবিডব্লিউ)