কালিয়াকৈরে আবাসিক কলোনিতে আগুন, ক্ষতি প্রায় ২২ লাখ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২৩, ১৮:৫৮
অ- অ+

গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক কলোনিতে ২৪ টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ২০ থেকে ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রবিবার দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড পল্লীবিদ্যুৎ এলাকার দুলাল মিয়ার কলোনিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১২টার দিকে পৌরসভার পল্লীবিদ্যুৎ ভাঙ্গা মসজিদের পাশের দুলালের কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে দমকল বাহিনীকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে দমকলের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগার সূত্রপাত ঘটে। আগুনে কলোনির আনুমানিক ২০ থেকে ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

(ঢাকা টাইমস/২৯অক্টোবর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা