এরশাদের শাসনামল ছিল স্বর্ণ যুগ: রসিক মেয়র

রংপুর ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৩, ১৭:৩১
অ- অ+

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামল স্বর্ণ যুগ ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, জাতীয় পার্টি দেখিয়েছিল কীভাবে দেশের মানুষকে সুখ-সমৃদ্ধি দেওয়া যায়।

গত শনিবার রংপুরের পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজার রহমান আরও বলেন, এরশাদের শাসনামলে দ্রব্য মূল্য ছিল সহনীয়। কিন্তু আজ দ্রব্যমূল্যের বাজার অস্থির। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে নিত্য পণ্যের বাজার। তিনি দেশের মানুষের সমৃদ্ধি কামনায় আগামী নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাবিবর রহমানের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য দেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর কমিটির সহ-সভাপতি লোকমান হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর কমিটির সহ-সভাপতি জাহেদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয় যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নূর আলম যাদু প্রমুখ।

কর্মিসভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ পীরগঞ্জ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নূর আলম যাদুর নাম ঘোষণা করেন মোস্তাফিজার রহমান মোস্তফা।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা