৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৩, ১৫:০৭| আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১৬:৪১
অ- অ+

চলতি বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে আজ শূন্য রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এর আগে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে শূন্য রানে প্রথম উইকেট হারিয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে আজ ওপেনিংয়ে নামেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। ম্যাচের প্রথম ওভারে রানের খাতা খুলতেই পারেনি দুই ওপেনার।

রানের খাতা খোলার আগেই বাংলাদেশ শিবিরে আঘাত হানেন শাহিন আফ্রিদি। এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ফেরান তানজিদ হাসান তামিমকে। আফ্রিদির এলবিডব্লিউয়ের আবেদনে আম্পায়ার সাড়া দিলে রিভিউ নেন তামিম। কিন্তু এতে কোনো লাভ হয়নি। তামিমকে ফিরিয়ে ওয়ানডেতে ১০০ উইকেট পূর্ণ করেন শাহিন আফ্রিদি।

তামিমের পর ফিরে যান শান্তও। তাকেও ফেরান শাহিন আফিদ্রি। ৩ বলে ৪ রান করা শান্ত শাহিন আফ্রিদির বলে উসামা মীরের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে। তার বিদায়ে ৬ রানেই ২ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে আজ এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। শেখ মেহেদীর পরিবর্তে দলে ফিরেছেন তাওহীদ হৃদয়। এদিকে পাকিস্তান দলেও রয়েছে তিন পরিবর্তন। ইমাম উল হক, শাদাব খান এবং মোহাম্মদ নাওয়াজের পরিবর্তে দলে ফিরেছেন ফখর, উসামা মির এবং আগা সালমান।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, তাওহীদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাহিন আফ্রিদি, উসামা মীর, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজা যুদ্ধ থেকে ফিরে আসা ইসরায়েলি সেনারা ট্রমায় আক্রান্ত, বাড়ছে আত্মহত্যার ঘটনা
টেকনাফে ডাকাতদলের পাহাড়ি আস্তানা থেকে অস্ত্র-গুলি উদ্ধার
দুই মাঠে খেলে রোমাঞ্চকর লড়াইয়ে বাংলাদেশের জয়!
পবিত্র কাবার ওপরে সরাসরি সূর্যের অবস্থান, মুসলিম বিশ্বের ঐতিহাসিক দিকনির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা