মোংলা-খুলনা মহাসড়কে অগ্নিসংযোগ

বাগেরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৩, ০৯:০৪
অ- অ+

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সড়কের ওপর গাছের গুঁড়িতে আগুন ধরিয়ে দেন অবরোধকারীরা।

সোমবার ভোরে মহাসড়কের ভাগা ও রনসেন এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে রবিবার রাতে পুলিশ মোংলার কবরস্থান ও দিগরাজ এলাকা থেকে বিএনপির কথিত চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছেন। বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের ধরপাকড়ের ভয়ে বিএনপির নেতাকর্মীরা বাড়িঘর ছেড়ে গাঢাকা দিয়েছেন। ফলে নেতাদের না পেয়ে এখন নিরীহ সাধারণ মানুষকে তথাকথিত বিএনপি সাজিয়ে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

পুলিশের ধরপাকড়ে মোংলা-রামপালের সহস্রাধিক বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, তাঁতিদল ও ছাত্রদলের নেতাকর্মীরা পরিবার ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। গত কয়েকদিনে মোংলা-রামপালের প্রায় অর্ধশত নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। পরিবার থেকে নেতাকর্মীরা বিচ্ছিন্ন হয়ে পড়ায় তাদের পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে।

পুলিশের এমন নিষ্ঠুর আচরণ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

তিনি বলেন, নাশকতার কাল্পনিক মিথ্যা মামলায় পুলিশ প্রতিনিয়ত নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে চলেছে। পুলিশ এটি চরম অমানবিক কাজ করছে। পুলিশের ধরপাকড়ের ফলে নেতাকর্মীরা পালিয়ে থাকায় তাদের পরিবার-পরিজন খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। যা চরম অমানবিক হয়ে পড়েছে। অহেতুক গ্রেপ্তার, তল্লাশি ও আতঙ্ক সৃষ্টি করে পুলিশ সরকারের এজেন্ডা বাস্তবায়নে নির্লজ্জ কাজ করে যাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পুলিশের চলমান আগ্রাসী ভূমিকা পালন থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।

গ্রেপ্তারের বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, যাদের গ্রেপ্তার করা হচ্ছে তারা সবাই তালিকাভুক্ত।

(ঢাকা টাইমস/০৬নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
ডিবি হারুন ধরাছোঁয়ার বাইরেই থাকলো?
মিরপুরে ট্রাফিক সদস্যদের মাঝে স্যালাইন বিতরণ 
আ.লীগ নিষিদ্ধ হয় নাই, করতে হবে: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা