সকালে রেললাইনে হাঁটছিলেন ইউপি চেয়ারম্যান, ট্রেনের ধাক্কায় মৃত্যু

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২৩, ১২:০৮| আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১৩:০৩
অ- অ+
মঙ্গলবার সকালে ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী মোড়ল নিহত হয়েছেন।

যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী মোড়ল নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে সৈয়দপাড়া নামক গ্রামের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। শাহজাহান আলী মোড়ল ঝিকরগাছার গদখালী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী মোড়ল প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে বের হয়েছিলেন। ঘটনার দিন সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে সৈয়দপাড়া রেললাইনের ওপর দিয়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন রেললাইনের পাশে চেয়ারম্যানকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, সকালে রেললাইনের পাশে ইউপি চেয়ারম্যান শাহজাহান আলীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। রেল পুলিশ তার লাশ উদ্ধার করেছে। শাহজাহান আলী ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। তবে এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা সেটি পরিষ্কার নয় বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/০৭নভেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
ডিবি হারুন ধরাছোঁয়ার বাইরেই থাকলো?
মিরপুরে ট্রাফিক সদস্যদের মাঝে স্যালাইন বিতরণ 
আ.লীগ নিষিদ্ধ হয় নাই, করতে হবে: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা