কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জাতীয় পার্টির শুভেচ্ছা

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৩, ১৭:০৪
অ- অ+

কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জাতীয় পার্টি। এরপর বুধবার দুপুরে প্রেসক্লাবের সাংবাদিক পিনু-খোকন কনফারেন্স রুমে এ মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা বিষয়ে মতবিনিময় করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সুমন আশরাফ।

তিনি বলেন, ‘গণমাধ্যম জনগণের মুখপত্র হয়ে কাজ করে। আমরা কাজ করি জনগনের কল্যাণে। আমাদের কাজের ধরন আলাদা হলেও উদ্দেশ্য ও লক্ষ্য এক। সেটি হলো- দেশ এবং জাতির উন্নয়নে অবদান রাখা।’

সুমন আরও বলেন, ‘পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ আজীবন দেশের উন্নয়নে কাজ করেছেন। আমরাও তার কর্মী হিসেবে সেই ভূমিকা রাখতে চাই।’

এ সময় আরও বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য শাহরিয়ার জামিল জুয়েল, সহসভাপতি পারভেজ মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চাঁদু, যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।

এছাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সিনিয়র সহসভাপতি মিলন উল্লাহ, সহসভাপতি শেখ হাসান বেলাল, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ এম বেলাল, ধর্মীয় সম্পাদক সাইফ উদ্দিন আল আজাদ, নির্বাহী সদস্য সাবিনা ইয়াসমিন শ্যামলী, জাহিদুজ্জামান, মিলন খন্দকার, ফয়সাল চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার কোষাধ্যক্ষ ইমরান হাসান পাপ্পু, প্রচার ও প্রকাশনা সম্পাদক চাঁদ আলী প্রমুখ।

(ঢাকা টাইমস/০৮নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা