কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জাতীয় পার্টির শুভেচ্ছা

কুষ্টিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জাতীয় পার্টি। এরপর বুধবার দুপুরে প্রেসক্লাবের সাংবাদিক পিনু-খোকন কনফারেন্স রুমে এ মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা বিষয়ে মতবিনিময় করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সুমন আশরাফ।
তিনি বলেন, ‘গণমাধ্যম জনগণের মুখপত্র হয়ে কাজ করে। আমরা কাজ করি জনগনের কল্যাণে। আমাদের কাজের ধরন আলাদা হলেও উদ্দেশ্য ও লক্ষ্য এক। সেটি হলো- দেশ এবং জাতির উন্নয়নে অবদান রাখা।’
সুমন আরও বলেন, ‘পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ আজীবন দেশের উন্নয়নে কাজ করেছেন। আমরাও তার কর্মী হিসেবে সেই ভূমিকা রাখতে চাই।’
এ সময় আরও বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য শাহরিয়ার জামিল জুয়েল, সহসভাপতি পারভেজ মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চাঁদু, যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।
এছাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সিনিয়র সহসভাপতি মিলন উল্লাহ, সহসভাপতি শেখ হাসান বেলাল, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ এম বেলাল, ধর্মীয় সম্পাদক সাইফ উদ্দিন আল আজাদ, নির্বাহী সদস্য সাবিনা ইয়াসমিন শ্যামলী, জাহিদুজ্জামান, মিলন খন্দকার, ফয়সাল চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার কোষাধ্যক্ষ ইমরান হাসান পাপ্পু, প্রচার ও প্রকাশনা সম্পাদক চাঁদ আলী প্রমুখ।
(ঢাকা টাইমস/০৮নভেম্বর/এজে)

মন্তব্য করুন