সন্ধ্যায় রাজধানীতে দুই বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৩, ২০:৪৯| আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ২২:৪০
অ- অ+

রাজধানীর তাঁতীবাজার ও বনানীর কাকলি এলাকায় পৃথক দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তৃতীয় দফায় বিএনপির ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন বুধবার সন্ধ্যার পর বাস দুটিতে আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম ঢাকা টাইমসকে বলেন, রাত ৮টার দিকে বনানীর কাকলি পুলিশ ফাঁড়ির সামনের সড়কে একটি মিনিবাসে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।

ওই ফায়ার সার্ভিস কর্মকর্তা আরও বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাঁতীবাজার মোড়ে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।

(ঢাকাটাইমস/০৮নভেম্বর/আরআর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা