গাজীপুরে আকিজ কোম্পানিকে জরিমানা

গাজীপুরের কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের বাঘিয়া ও শ্রীপুর গোসিংগা ইউনিয়নের লফিপুর এলাকার নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটায় অভিযোগে আকিজ কোম্পানির এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বানার নদীর চর থেকে ভেকু দিয়ে মাটি কেটে জমি ভরাট করার অভিযোগ রয়েছে কোম্পানিটির বিরুদ্ধে।
বৃহস্পতিবার বিকালে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোর্শেদ খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ বিষয়ে তিনি বলেন, উপজেলার কাপাসিয়ার বাঘিয়া ও শ্রীপুরের লফিতপুর এলাকায় বানার নদী থেকে অবৈধভাবে নদীর চরের বালু মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/০৯ নভেম্বর/ইএইচ)

মন্তব্য করুন