পর্তুগালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে পর্তুগাল শাখা যুবলীগ। শনিবার পর্তুগালের রাজধানী লিসবনে কেক কেটে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠার বিশেষ দিনটি উদযাপন করেন পর্তুগাল যুবলীগ নেতাকর্মীরা।
পর্তুগাল যুবলীগ নেতা তানভীর আলম জনির সঞ্চালনায় ও অনুপম মেহেদী অনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মিজানুর রহমান মোল্লা, দপ্তর সম্পাদক জাকির হোসাইন, অর্থ ও পরিকল্পনা সম্পাদক আলিম উদ্দিন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, আহসান উল্লাহ সরকার, মজুমদার ইকবাল, উজ্জ্বল তপাদার, মোস্তাফিজুর রহমান, সেবুল আহমেদ, জাবেদ আহমেদসহ আওয়ামী লীগ, পর্তুগাল যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও অনুষ্ঠানে যোগ দেন।
সংক্ষিপ্ত আলোচনা সভায় যুবলীগের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা তুলে ধরেন বক্তারা। বঙ্গবন্ধুর নির্দেশে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিসহ ১৫ই আগস্টের শহীদদের স্মরণ করেন তারা।
অনুষ্ঠানে বক্তব্য দেন যুবলীগ নেতা খন্দকার ইউনুস ফাহাদ, কাওছার আহমদসহ অনেকে।
পর্তুগাল যুবলীগ নেতৃবৃন্দদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- জাহিদ হাসান, আনোয়ার হোসেন ভূঁইয়া, জুয়েল রানা প্রধান, মো. রেদওয়ান, মো. সজীব, রুবেল হাওলাদার, মোনাব্বির হোসাইন, ফুয়াদ হাসান, আরিফ বাপ্পী, শামীম আহমদ, মাজহারুল ইসলামসহ অন্যান্যরা।
(ঢাকা টাইমস/১২নভেম্বর/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন