নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আকরাম হোসেন আর নেই

ঢাকা টাইমস ডেস্ক
| আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১৭:২৩ | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৩, ১৬:৩৪

না ফেরার দেশে চলে গেলেন নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আকরাম হোসেন চৌধুরী। সোমবার দুপুরে শহরের উকিল পাড়ার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আকরাম হোসেন চৌধুরীর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার পরিবার।

সূত্রের খবর, সোমবার দুপুরে নওগাঁ শহরের উকিল পাড়ার নিজ বাসায় বাথরুম থেকে রুমে যাওয়ার সময় পড়ে ‍গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন আকরাম হোসেন। দুপুর ১টা ৪০ মিনিট চিকিৎসক এসে দেখে তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে আরও জানা গেছে, সোমবার বিকালে সাবেক এই সংসদ সদস্যের মরদেহ বদলগাছী উপজেলার চাকরাইলের নিজ গ্রামে নেওয়া হবে। সেখানে তার জানাজা হবে।

তবে দাফনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কারণ, সাবেক এই সংসদ সদস্যের ছেলে দেশের বাইরে রয়েছেন। তাই দাফনের বিষয়ে পরিবার সিদ্ধান্ত নেবে।

এদিকে আকরাম হোসেন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নওগাঁ-৩ আসনের বর্তমান সংসদ সদস্য ছলিমউদ্দিন তরফদার।

আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ২০০৮ সালের নির্বাচনে বিপুল ভোটে জিতে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য হন আকরাম হোসেন চৌধুরী। এরপর ২০১৪ সালের নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু সে বার হেরে যান স্বতন্ত্র প্রার্থী ছলিমউদ্দিন তরফদারের কাছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন আকরাম হোসেন চৌধুরী। নির্বাচনি প্রচারও শুরু করেছিলেন পুরোদমে। তারই অংশ হিসেবে গত ৭ নভেম্বর জেলার মহাদেবপুর উপজেলাধীন রাইগাঁ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় এবং গণসংযোগ করেন।

এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকার মনোনয়ন পেলে এবং পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকায় কী কী উন্নয়নমূলক কাজ করবেন তার ফিরিস্তি তুলে ধরেন আকরাম হোসেন চৌধুরী। কিন্তু সপ্তাহ পার না হতেই তিনি চলে গেলেন চিরস্থায়ী ঠিকানায়।

(ঢাকা টাইমস/১৩নভেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে ভোট গণনার পর সংঘর্ষ, পুলিশের গুলিতে ইউপি সদস্য প্রার্থীর সমর্থক নিহত

বহিষ্কৃত প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সেলিম ভূইয়া

নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষক ও ১৪ শিক্ষার্থী

জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে

হিট স্ট্রোকে মাদারীপুরে ব্যবসায়ী ও কৃষকের মৃত্যু

সালথায় তীব্র গরমে অসুস্থ স্কুলের ১৩ শিক্ষক-শিক্ষার্থী 

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি ঢাকায় গ্রেপ্তার

শতকোটি ব্যয়ে রংপুরে হচ্ছে ৪৬০ বেডের ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল

তীব্র খরার পুড়ছে পাটক্ষেত, পাতালেও মিলছে না পানি! দিশেহারা কৃষক

চাঁদপুরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :