অভিজ্ঞতা ছাড়াই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকরির সুযোগ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৩, ১৫:৫৫
অ- অ+

তিন পদে চারজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেবে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড বা বিসিপিসিএল। তার জন্য লাগবে না কোনো অভিজ্ঞতা। জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড ও সিএমসির যৌথ উদ্যোগের এই প্রতিষ্ঠান।

প্রথম পদের বিস্তারিত

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)। এই পদে নিয়োগ দেওয়া হবে দুজনকে। কর্মস্থল পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, কলাপাড়া, পটুয়াখালী। মাসিক মূল বেতন- ৫৪ হাজার ৬০০ টাকা। এছাড়া কোম্পানির প্রচলিত নীতিমালা অনুযায়ী বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, বিদ্যুৎকেন্দ্র ভাতা, উৎসব বোনাস, গ্র্যাচুইটি, ফ্রিঞ্জ বেনিফিটসহ অন্য সুবিধাদি পাবেন।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। জিপিএ ৫–এর স্কেলে ৩.৫০ এবং সিজিপিএ ৪–এর স্কেলে ৩ বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর।

দ্বিতীয় পদের বিস্তারিত

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেফটি)। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। কর্মস্থল পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, কলাপাড়া, পটুয়াখালী। মাসিক মূল বেতন ৫৪ হাজার ৬০০ টাকা। এছাড়া কোম্পানির প্রচলিত নীতিমালা অনুযায়ী বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, বিদ্যুৎকেন্দ্র ভাতা, উৎসব বোনাস, গ্র্যাচুইটি, ফ্রিঞ্জ বেনিফিটসহ অন্য সুবিধাদি পাবেন।

যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল সায়েন্স/জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট/সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা এনভায়রনমেন্টাল/সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।

সিজিপিএ ৫-এর স্কেলে ৩.৫০ এবং সিজিপিএ ৪-এর স্কেলে ৩ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর।

তৃতীয় পদের বিস্তারিত

পদের নাম- জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেফটি)। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। কর্মস্থল: পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, কলাপাড়া, পটুয়াখালী। মাসিক বেতন ৪২ হাজার টাকা। এছাড়া কোম্পানির প্রচলিত নীতিমালা অনুযায়ী বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, বিদ্যুৎকেন্দ্র ভাতা, উৎসব বোনাস, গ্র্যাচুইটি, ফ্রিঞ্জ বেনিফিটসহ অন্য সুবিধাদি পাবেন।

যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল সায়েন্স/জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট/সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৫-এর স্কেলে ৩.৫০ এবং সিজিপিএ ৪-এর স্কেলে ২.৫০ বা সমমানের সিজিপিএ থাকতে হবে অথবা স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং/এনভায়রনমেন্টাল টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা।

এ ক্ষেত্রে সিজিপিএ ৫-এর স্কেলে ৩.৫০ এবং সিজিপিএ ৪-এর স্কেলে ৩ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের বিসিপিসিএলের চাকরি সংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে। আবেদনের সময় সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে। আবেদনের শেষ তারিখ ৫ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত।

আবেদন ফি

বিসিপিসিএলের চাকরি সংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ৬০০ টাকা এবং ৩ নম্বর পদের জন্য ৫০০ টাকা পরিশোধ করতে হবে।

(ঢাকা টাইমস/১৫নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আহমেদাবাদ বিমান দুর্ঘটনার আরও যেসব কারণ সামনে আসছে
আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: নিহত বেড়ে ২৯১
মুরাদনগরে ট্রাফিক লাইনম্যানকে পিটিয়ে যখম করল এনসিপি নেতারা
নিষেধাজ্ঞার পর জেলের জালে ধরা পড়লো ৪৩ মণ ইলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা