গাজীপুরে তাকওয়া পরিবহনের বাসে আগুন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৩, ০৯:০৮
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তাকওয়া পরিবহনের দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

জানা যায়, বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলা জৈনাবাজার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাছ বাজার এলাকায় দুর্বৃত্তরা দাঁড়িয়ে থাকা তাকওয়া পরিবহনের একটি বাসে আগুন দেয়। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে ।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে তাকওয়া পরিবহনের বাসটি জৈনাবাজার মাছ বাজার এলাকা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল।তারা আরও জানায়, এর আগে বিএনপির নেতাকর্মীরা নির্বাচনের তফসিল বাতিল করার দাবিতে মহাসড়কে মিছিল করেছিল। তাদের ধারণা বিএনপি নেতাকর্মীরাই বাসটিতে আগুন দিয়েছে।

মাওনা হাইওয়ে থানার এসআই মোহাম্মদ ইসাক সরকার জানান, তাকওয়া পরিবহনের দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি, বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে, কে বা কারা আগুন দিয়েছে বাসটিতে তদন্ত করে দেখার পর বলা যাবে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আমি শুনেছি বাসটিতে আগুন দিয়েছে স্থানীয়রা আমাকে জানানোর পর পুলিশ পাঠিয়েছি। বাসটিতে আগুন লাগানোর ঘটনা তদন্ত করে দেখার পর জানা যাবে। এখন বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা