তফসিল ঘোষণায় সোনারগাঁয়ে আনন্দ র্যালি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ র্যালি করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার সকালে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই আনন্দ র্যালিতে হাজার হাজার নেতাকর্মীরা অংশ নেয়।
এসময় র্যালিটি মেঘনা শিল্প নগরী স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজাসহ বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালিতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলি আকবর মেম্বার, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম-আহবায়ক ডা. আতিক উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সদস্য তাজুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
(ঢাকা টাইমস/১৬নভেম্বর/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন