সিরাজদিখানে তফসিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ২০:৫৪ | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৩, ২০:৪৮

দ্বাদশ নির্বাচনি তফসিল প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদল। বৃহস্পতিবার বিকালে উপজেলার মালখানগর সিরাজদিখান রাস্তায় মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিদ্দিক মোল্লা, সিরাজদিখান যুবদলের সিনিয়র যুগ্ম মহাসচিব দেলোয়ার হোসেন উপজেলার আবিড়পাড়া ও সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাক্কাত হোসেন রকির নেতৃত্বে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে চালতিপাড়া অংশে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিদ্দিক মোল্লা বলেন, নির্বাচন কমিশনার একতরফা নির্বাচনের ঘোষণা দিয়েছে। তফসিল ঘোষণার মধ্য দিয়ে এ ফ্যাসিস্ট সরকার নিজের পতনের দিনক্ষণ ঠিক করেছে। আমরা প্রহসনের এই তফসিল মানি না। জনগণের মতামতকে উপেক্ষা করে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের একতরফা নির্বাচন করার পাঁয়তারা বিএনপি ও এর অঙ্গসংগঠন শক্ত হাতে রুখে দেবে। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের ঠিকানা হয় রাজপথ, না হয় কারাগার।

(ঢাকা টাইমস/১৬নভেম্বর/জেবি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :