ঘূর্ণিঝড় মিধিলি: মৌলভীবাজারে বৃষ্টিপাত অব্যাহত, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
| আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১৮:৩৯ | প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৩, ১৮:৩৩

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে মৌলভীবাজারে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শুক্রবার ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত। এখন চলছে দমকা ও ঝড়ো হাওয়া। সন্ধ্যার আগ থেকে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

মৌলভীবাজারের বিদ্যুৎ সরবরাহ (বিক্রয় ও বিতরণ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম ঢাকা টাইমসকে জানান, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বিকাল ৫টা থেকে মৌলভীবাজার জেলাসহ পুরো সিলেট বিভাগের ৩৩ কেভি জাতীয় গ্রিডে বিপর্যয় ঘটেছে। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এই রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

এদিকে পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড় মিধিলি হঠাৎ শক্তিশালী হয়েছে বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সংযোগস্থলের উপরে। ফলে ওই ৩ বিভাগের মিলিত স্থলের জেলাগুলোর ওপরে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটারের বেশি বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। কুমিল্লা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর জেলার উপরে দিয়ে যে ভারী বৃষ্টি ও শক্তিশালি বাতাস প্রবাহিত হচ্ছে তা সন্ধ্যা ৭টা পর্যন্ত অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।

(ঢাকাটাইমস/১৭ নভেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :