ডোমারে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
নীলফামারীর ডোমার উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. রুমন ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার ধরণীগঞ্জ বাজারের পার্শ্ববর্তী বাঁশেরপুল এলাকায় ধান মাড়াই করা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহত মো. রুমন ইসলাম উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি আরডিআরএস মোড় এলাকার কাঁচামাল ব্যবসায়ী বুলেটের পুত্র। তিনি ডোমার সদর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ধান মাড়াই করা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় রুমনের মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
(ঢাকাটাইমস/১৮ নভেম্বর/ইএইচ)