ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনপির মশাল মিছিল, ককটেল বিস্ফোরণ

গাজীপুরের শ্রীপুর অংশে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে মশাল মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার আসপাডা এলাকায় মশাল মিছিল করে নেতাকর্মীরা। মিছিলটি ওই মহাসড়কের আসপাডা মোড় থেকে ২ নং সিএন্ডবি বাজার প্রদক্ষিণ করে ওই সময় একটি ককটেল বিস্ফোরিত হয়।
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু এবং গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান মশাল মিছিলের নেতৃত্ব দেন।
অন্যান্যর মধ্যে মশাল মিছিলে উপস্থত ছিলেন গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন বেপারী, গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট রাজিবুল আলম বেপারী, শ্রীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সারোয়ার আলম, সদস্য সচিব সজীব আহমেদ, শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান, যুগ আহ্বায়ক নবী হুসেনসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ। পরে ২ নং সিএন্ডবি বাজারে সংক্ষিপ্ত পথসভায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু বক্তব্য রাখেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মশাল মিছিল চলাকালে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় উপস্থিত জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা মশাল ও লাঠি ফেলে মহাসড়ক ত্যাগ করে। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে এসে মহাসড়ক থেকে মশাল ও লাঠি সরিয়ে ফেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম জানান, বিএনপির মশাল মিছিলের খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা মশাল ফেলে দৌড়ে পালিয়ে যায়।
(ঢাকাটাইমস/১৮নভেম্বর/এআর)

মন্তব্য করুন